শহর প্রতিনিধি: ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন গ্রুপের কর্ণধার হাজী আলাউদ্দিন বলেছেন, অতীতে রামপুর ও মাস্টার পাড়ার লোকদের মাঝে মারামারি-হানাহানি লেগে থাকতো। এক পাড়ার লোক আরেক পাড়ায় যেতে পারতো না। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মায়া-মমতা ও ভালোবাসা দিয়ে এসব বৈষম্য দূর করে এই দুই পাড়ার লোকদের মাঝে সেতুবন্ধন তৈরী করেছেন নিজাম উদ্দিন হাজারী এমপি। ভালোবাসার টানে রামপুরের সকল দাওয়াত, আচার অনুষ্ঠান ও জানাযায় অংশ নিয়ে তিনি সকলের ডাকে সাড়া দিয়েছেন। ফলে প্রতিহিংসা ও হানা-হানি নেই। অশান্তির পরিবর্তে আজ শান্তি বিরাজমান। উন্নয়নের স্বার্তে আমরা সবাই এক ও অভিন্ন। আগামীতেও উন্নয়নের জন্য সবাই কাজ করে যাবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজাম উদ্দিন হাজারীকে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করে এই উন্নয়নের মূল্যায়ন দিবে রামপুর বাসী।
শনিবার সকালে শহরের রামপুর সওদাগর বাড়ি সংলগ্ন মাঠে ফেনী পৌরসভার ১৮ নং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে হাজী আলাউদ্দিন এসব কথা বলেন।