শহর প্রতিনিধি: রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের পদ্মা জোন ফেনী অঞ্চলের ২০১৮-১৯ রোটাবর্ষ শুরুর প্রস্তুতি সভা শুক্রবার সন্ধ্যায় শহরের মিডনাইট হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন প্রোগ্রাম সম্বনয়কারী রোটারিয়ান পিপি সাইদুল মিল্লাত মুক্তা’।সভায় ফেনী অঞ্চলের ২০১৮-১৯ রোটাবর্ষ উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পদ্মা জোনের জোনাল কো-অর্ডিনেটর (২০১৮-১৯) রোটারিয়ান এজি জালাল উদ্দিন বাবলু পিএইচএফ, ডেপুটি গভর্ণর (২০১৮-১৯) রোটারিয়ান পিপি মোস্তফা আজিজুল মুনির, এসিস্ট্যান্ট গভর্ণর (২০১৮-১৯) রোটারিয়ান পিপি এ.কে এম সাইফুল ইসলাম মজুমদার পিএইচএফ ও রোটারিয়ান পিপি মোমিনুল হক চৌধুরী, রোটারী ক্লাব অব ফেনী সিটির সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ আবু নাছির প্রমুখ।
এসময় রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রাক্তন সভাপতি শরীফুল ইসলাম অপু, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট ও ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর (২০১৮-১৯) আরাফাত উল মিল্লাত দিপুল, রিজিওনাল প্রতিনিধি (২০১৮-১৯) খন্দকার তৌহিদুল ইসলাম রানা, ডিষ্ট্রিক্ট এডমিনিষ্ট্রেটর (২০১৮-১৯) সি.পি সাইফুদ্দিন রাশেদ, ডিষ্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারী (২০১৮-১৯) মো. জিয়া উদ্দিন, বিলোনিয়া জোনের জোনাল প্রতিনিধি (২০১৮-১৯) এস.আলম ভূঁইয়া অপু, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট শহীদুল ইসলাম পাটোয়ারী, চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারীসহ ফেনী জোনের অন্যান্য ডিষ্ট্রিক্ট অফিসিয়াল, বিভিন্ন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ইলেক্টবৃন্দ উপস্থিত ছিলেন।