ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৫০
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রোটারী ক্লাব অব ফেনী সিটির গভর্নর অফিসিয়াল ভিজিট

শহর প্রতিনিধি: রোটারী ক্লাব অব ফেনী সিটির ২০১৮-১৯ রোটাবর্ষের গভর্নর অফিসিয়াল ভিজিট বুধবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সভাপতি রোটারিয়ান মানোয়ার হোসেন সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্টিক্ট ৩২৮২ গভর্নর দিলনাশিন মোহসিন, পদ্মা জোন জোনাল কো-অর্ডিনেটর জালাল উদ্দিন বাবলু, ডেপুটি গভর্নর মোস্তফা আজিজুল মনির, এ্যাসিস্টেন্ট গভর্নর একেএম সাইফুল ইসলাম মজুমদার সোহেল,রোটারি ক্লাব অব ফেনী সিটির আইপিপি ইঞ্জিনিয়ার জানে আলম ভুঁইয়া পারভেজ, সেক্রেটারি আবু নাসির,রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার সভাপতি শহীদ পাটোয়ারী, চার্টার সেক্রেটারি মাঈন উদ্দিন পাটোয়ারীসহ রোটারি ও রোটার‌্যাক্ট সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফেনী বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলকে এক লক্ষ টাকা অনুদান,এক অসহায় পরিবারকে টিউবওয়েল প্রদান ও বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান করা হয়।পরে ৬ জন যুবককে ফ্রিজ ও এসি প্রশিক্ষণ দেয়ার উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!