ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৫
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

শিশুদের সঙ্গে খেলায় মেতে উঠলেন পরীমণি

বিনোদন প্রতিবেদক: শিশুদের সঙ্গে খেলায় মেতে উঠলেন চিত্রনায়িকা পরীমণি। আজ শনিবার রাজধানীর মিরপুরে একটি স্কুলে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন এই নায়িকা।

স্কুলটিতে পরীমণি `রবীন্দ্র-রচনাবলি’ সমগ্র উপহার দিয়েছেন। সেই সঙ্গে শিশুদের হাতেও বই তুলে দেন এই তারকা অভিনেত্রী।

এ সম্পর্কে দৈনিক আমাদের সময় অনলাইনকে পরীমণি বলেন, ‘কয়েকজন ছাত্র মিলে একটি স্কুল চালাচ্ছে। সেখানে অসহায় শিশুদের পড়ানো হচ্ছে। স্কুলটিতে যাওয়ার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়। আমি এমন স্কুলের কথা শুনে এক কথায় রাজি হয়ে যাই।’

তিনি আরও বলেন, ‘সেখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। তাদের সঙ্গে আড্ডা দিয়েছি এবং বিভিন্ন খেলা খেলেছি। শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি আনন্দিত।’

এমন সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ায় স্কুলটির শিক্ষকদের ধন্যবাদ জানান পরীমণি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!