ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৯
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিঙ্গাপুরে আহত ঋতুপর্ণা

বিপদের ওপর বিপদ। অতিমারি আবহে সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানেই সাইকেল চালাতে গিয়ে কবজিতে বেকায়দায় মোচড় লেগে ভাল মতোই আহত বাংলার ডিভা। লকডাউনে নিজেকে ফিট রাখতেই নিয়মিত সাইকেল চালানোর অভ্যেস করেন বলে জানালেন অভিনেত্রী।
অঘটন ঘটল কী করে? নতুন অভ্যেসে অভিনেত্রী যখন প্রায় চোস্ত তখনই নাকি এই বিপত্তি, জানিয়েছেন তিনি। ঋতুপর্ণার কথায়, চলন্ত সাইকেল নিয়ে ডান দিকে ইউ টার্ন নিতে গিয়েছিলাম। তখনই সামলাতে না পেরে বেকায়দায় মোচড় লাগে ডান হাতের কবজিতে। সঙ্গে সঙ্গে অবশ হয়ে যায় হাত, আঙুল। কবজির পাশাপাশি ডান হাতের তৃতীয় আঙুলেও চোট পেয়েছি।কবজি বা আঙুলে কোনও চিড় ধরেনি, এটাই সবচেয়ে ভাল খবর।

দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য হাতে আকুপাংচার করাচ্ছেন ঋতুপর্ণা। তাতে ব্যথা অনেকটাই বশে। তিনি বলেন, আগের থেকে অনেকটাই ভাল আছি। চেষ্টা করছি দ্রুত সুস্থ হওয়ার।
লকডাউনে কলকাতায় আপাতত কাজ না থাকলেও সিঙ্গাপুরে বসেই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন ঋতুপর্ণা। সেখানে তিনি সিনেমা সংক্রান্ত নানা বিষয় নিয়ে নিয়মিত আলোচনায় যোগ দিচ্ছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!