ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৬
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে গৃহবধুর আত্মহত্যা

ফেনীর সোনাগাজীতে পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদাউস মিলি (১৯) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের হুসেন বক্তের বাড়িতে নিজ ঘরে গলায় ওড়না পেঁছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

পুলিশ, এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, ওই বাড়ির মৃত কামাল উদ্দিনের কন্যা জান্নাতুল ফেরদাউস মিলির সাথে ৯ মাস পূর্বে চরমজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামের সিরাজ নেতার বাড়ির আজহারুল ইসলাম মুরাদের সাথে বিয়ে হয়। গত ১০/১২দিন পূর্বে পিতার বাড়িতে বেড়াতে যায় মিলি। দাম্পত্য কলহের জের ধরে সোমবার রাত ১১টার দিকে স্ত্রীর সাথে (শ্বশুর বাড়িতে) মুরাদের কথা কাটাকাটি হয়। স্বামীর সাথে ঝগড়ার কারণে নিজের শয়ন কক্ষ থেকে বের হয়ে পাশের কক্ষে গিয়ে সবার অগোচরে বুতের (আড়ার) সাথে নিজের ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মিলি।খবর পেয়ে রাতেই পুলিশ মিলির লাশ উদ্ধার করে। মঙ্গলবার দুপরে ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ ব্যপারে তার ভাই এমরান উদ্দিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!