ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৬
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীর ৬ উপজেলায় ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

 চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ফেনীর ৬ উপজেলায় চেয়ারম্যান পদে ১১ সহ মোট ৩৯ জন মনোনয়নপত্র জমা দেন।উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন সোমবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত জেলার ৬টি উপজেলায় মোট ৩৯ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১৬ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ১২ জন প্রার্থী জেলা ও উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

সুত্র জানায়, ফেনী সদরে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বিকম, যুবলীগের সাবেক সভাপতি এম আজহারুল হক আরজু,ফুলগাজীতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলিম মজুমদার, রামিম হোসেন ও গোলাম জব্বার, ছাগলনাইয়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,সদস্য শহীদ উল্লাহসহ ৩ জন মনোনয়নপত্র জমা দেন।

এদিকে দাগনভুইয়া উপজেলায় চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সোনাগাজীতে  জহির উদ্দিন মাহমুদ লিপটন ও পরশুরামে কামাল উদ্দিন মজুমদার একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে ফেনী সদরে ২ জন, সোনাগাজীতে ৭ জন,দাগনভুইয়ায় ৯ জন,ফুলগাজীতে ৪ জন,পরশুরামে ২ জন এবং ছাগলনাইয়ায় ৪ জন মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,যাছাই বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!