সুত্র জানায়, ফেনী সদরে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বিকম, যুবলীগের সাবেক সভাপতি এম আজহারুল হক আরজু,ফুলগাজীতে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলিম মজুমদার, রামিম হোসেন ও গোলাম জব্বার, ছাগলনাইয়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,সদস্য শহীদ উল্লাহসহ ৩ জন মনোনয়নপত্র জমা দেন।
এদিকে দাগনভুইয়া উপজেলায় চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সোনাগাজীতে জহির উদ্দিন মাহমুদ লিপটন ও পরশুরামে কামাল উদ্দিন মজুমদার একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে ফেনী সদরে ২ জন, সোনাগাজীতে ৭ জন,দাগনভুইয়ায় ৯ জন,ফুলগাজীতে ৪ জন,পরশুরামে ২ জন এবং ছাগলনাইয়ায় ৪ জন মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,যাছাই বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।