ফেনী
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৯
, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

এসোসিয়েশন অব ফেনী দোহা কাতারের ২য় বর্ষপূর্তি ও নতুন কমিটি গঠন

 

তৌহিদুল ইসলাম,কাতার থেকে– এসোসিয়েশন অব ফেনী দোহা কাতারের ২য় বর্ষপূর্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী হাসান মাহবুদ।

সংগঠনটির সভাপতি জমির উদ্দিন শিমুলের সভাপতিত্বে ও ইয়াকুব আলী বাহাদুরের পরিচালনায় বক্তব্য দেন এসোসিয়েশনের সাবেক সভাপতি মেছবাহ উদ্দিন, উদ্যোক্তা-শাহেদুন্নবী বিপ্লবসহ অন্যান্য নের্তৃবৃন্দ। এতে আরো বক্তব্য রাখেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গোফরান,ফোরকান,মইন,খালেদ হোসেন ও কাতার এয়ারওয়েজের কর্মকর্তা কামাল উদ্দিন। কাতার সবজী মার্কেট মিষ্টি মেলা রেষ্টুরেন্টে আয়োজিত সভা শেষে কেক কেটে সংগঠনটির ২য় বর্ষপূর্তি পালন করা হয়।সভায় জমির উদ্দিন শিমুলকে সভাপতি ও মশিউর রহমান মঞ্জুকে সাধারন সম্পাদক করে সংগঠনটির ২০১৮ সালের নতুন কমিটি গঠন করা হয়।

 

26694449_2035632553388090_2007878482_n

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের কর্মসংস্থান ও উন্নয়নের সুদূর প্রসারী কার্যক্রমের সংকল্পে নিয়োজিত কাতার প্রবাসী ফেনীর শিক্ষিত একদল তরুন উদ্যোক্তার প্রচেষ্ঠায় এসোসিয়েশন অব ফেনী দোহা কাতারের পথ চলা। সংগঠনটি শুধু প্রবাসে নয়, প্রবাসের গন্ডি ফেরিয়ে আর্থিক সহযোগিতা দিয়ে, দেশের বিভিন্ন দূর্যোগ ও অসহায় হতদরিদ্রদের পাশে দাড়িয়ে আত্মমানবতার সেবায় সর্বদা কাজ করে যাচ্ছে।একটু খানি আর্থিক সচ্ছলতা ও স্বাচ্ছন্দে জীবন যাপনের জন্য প্রবাসে এসেও, কর্মব্যস্ততার ফাঁকে ফেনীর মেধাবী তরুনদের সংগঠিত করে এই ধরনের একটি সংগঠন প্রতিষ্ঠা করায় বক্তারা ভুয়ুসী প্রশংসা করেন এবং এ সংগঠনকে সব সময় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!