ফেনীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী জেলা কমিটির সভাপতি আলমগীর চৌধুরী।
শুক্রবার সকালে সদর উপজেলার ফরহাদ নগর ও ফাজিলপুরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় সদর উপজেলা বিএনপি নেতা শাহজাহানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।