শহর প্রতিনিধি-কাল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্বে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষনা করার কথা রয়েছে।রায়কে ঘিরে ফেনীতে নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।পাশাপাশি আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মাঠে থাকবে বলে দলীয় সুত্র জানায়।এদিকে এমন পরিস্থিতেও মাঠে থাকার ঘোষণা দেন বিএনপি,যুবদল ও ছাত্রদল।
সুত্র জানায়, খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকল প্রকার নাশকতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিবে যুবলীগ ও ছাত্রলীগ।পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও যে কোন ধরণের নাশকতা এড়াতে প্রস্তুত রয়েছে বলে প্রশাসন সুত্র জানায়।
এমন ভীতিকর পরিস্থিতির মধ্যেও কাল মাঠে থাকার ঘোষণা দেন বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের জানান,রায়ের আলোকে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রয়েছে।তবে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বিশ্বাস করি।
দলীয় একটি সুত্র জানায়,খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সকল ভেদাভেদ ভুলে মাঠে থাকতে ঢাকায় ফেনীর যুবদল ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতারা বৈঠকে মিলিত হন।ফলে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রায় ২ হাজার নেতাকর্মী নিয়ে তারা মাঠে থাকার সিদ্বান্ত নেন তারা ।
এরই প্রেক্ষিতে জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুনসহ ছাত্রদল ও যুবদল নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকল নেতাকর্মীকে মাঠে থাকার নির্দেশ দেন।