ফেনীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঢাকসুর স্বাধীনতা,সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।সোমবার সকালে জেলা ছাত্রলীগের পক্ষ হতে শহরের মিজান রোডস্থ গ্র্যান্ড হক টাওয়ারের সামনে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ,সহ-সভাপতি ইকবাল মাহমুদ সৈকত,সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ,সাংগঠনিক সম্পাদক রায়হানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ফেনীর কৃতি সন্তান সাদ বিন কাদের পরশুরাম উপজেলার দক্ষিণ গুথুমা এলাকার আনছার আলী বাড়ির সেলিম চৌধুরীর ছেলে।