ফেনী
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৪
, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেনীতে আ.লীগের ঝটিকা মিছিল

পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সমালোচনা,অভিযানে ১৬ নেতাকর্মী গ্রেফতার

জেলা আ.লীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নিকট পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠে।পাশাপাশি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করাসহ আবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের সমালোচনা করতেও দেখা যায়।ফলে সাড়াশি অভিযানে নামে পুলিশ।এ রিপোর্ট লিখা পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে শহরের কলেজ রোড থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলায় এটিই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হয়।জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ভিডিও দেখে প্রতিবাদে একইদিন ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

এদিকে ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল ফেসবুকের নিজ আইডিতে পোস্ট করে বলেন, ফেনীর প্রশাসনকে ধন্যবাদ বিএনপিকে দৌড়ের উপর রেখে আওয়ামী লীগকে মিছিল করার সুযোগ তৈরি করে দেয়ার জন্য।ডিএসবির কাজ কি শুধু ৫ আগস্ট এর আগে তাকিয়া রোড়ে বিএনপি অফিসের সামনে ছিলো এখন কি ডিএসবির কোন কাজ নেই। প্রশাসনের কাছে জানতে চাই।

অপরদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভা সাইদুর রহমান জুয়েল বলেন,ফেনীর পুলিশ প্রশাসন গত কয়েকদিন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ছোট খাটো অপরাধে যেভাবে ব্যবস্থা নিয়েছেন তাতে আমাদের মনে হচ্ছে আপনাদের যথেষ্ট সক্ষমতা তৈরি হয়েছে!! এখন আমরা দেখতে চাই ৪ঠা অগাস্ট এর খুনিদের দ্রুত গ্রেফতার করার সক্ষমতা আমাদের দেখাবেন,না হয় আমাদের আর বুঝতে বাকী থাকবেনা ফেনীতে আওয়ামীলীগকে কারা পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছে?

এছাড়া বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুলিশের ভুমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।

ফলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে সাড়াশি অভিযানে নামে পুলিশ।এ রিপোর্ট লিখা পর্যন্ত দাগনভুইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিনসহ ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুজ্জামান বলেন, অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের১৬ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!