ফেনীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলায় দুই আইনজীবীকে কারাগারে প্রেরণ করে আদালত।এরা হলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন বাহার। তারা দুইজন ছাত্র-জনতার অভ্যুত্থানে একটি হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত উক্ত আদেশ দেন।
সুত্র জানান, সোমবার রাতে শহরের ট্রাংক রোডস্থ লাভ মার্কেট থেকে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজুকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন বাহার মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান,আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহজাহান সাজুর বিরুদ্ধে আপাতত রুজুকৃত এজাহারনামীয় হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।তবে গনহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তার সংশ্লিষ্টতার প্রমাণ খতিয়ে দেখছে পুলিশ,প্রমাণ পেলে সেসব হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।