ফেনী
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৩৮
, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জেরুজালেম হবে ইসরাইলের গোরস্থান-ইরান

 

আন্তর্জাতিক ডেস্ক-ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, পবিত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহর ইহুদিবাদী ইসরাইলের জন্য গোরস্থানে পরিণত হবে।

রোববার রাজধানী তেহরানে আইআরজিসির সদস্যদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইরানের মেহের নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।

জেনারেল জাফারি বলেন, পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংস করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

তিনি বলেন, ইসরাইল ও আমেরিকা ইতিহাসের সবচেয়ে বড় বোকামি করেছে। আল্লাহর রহমতে বায়তুল মুকাদ্দাস হবে অবৈধ ইসরাইলের কবরস্থান। ইসরাইল ও আমেরিকার এই ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন জাফারি।

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, পর্দার আড়ালে কয়েকটি আরব দেশ বিশেষ করে সৌদি আরবের সঙ্গে পরামর্শ, সমঝোতা ও সমন্বয় করেই ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিয়ে কয়েক মাস আগে থেকে তারা পরামর্শ করছে।’ জেনারেল জাফারি বলেন, সৌদি আরব ও মার্কিন সরকারের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!