ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:২২
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

টার্গেটে না পৌঁছা পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে

আওয়ামীলীগের চলমান শুদ্ধি অভিযান নিয়ে সড়ক পরিবহনও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, অতিতে যা হয়নি, খালেদা জিয়া যা পারেনি শুদ্ধি অভিযান পরিচালনা করছেন শেখ হাসিনা ইতিহাস সৃষ্টি করেছেন। টার্গেটে না পৌঁছা পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে।

এসময় তিনি আরও বলেন, সুশিক্ষিত ও ভালো লোকদের জন্য আ.লীগের দরজা খোলা।এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলে দিয়েছেন।তবে পকেট ভারি করার জন্য খারাপ লোকদের দলে না আনতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
শনিবার বিকালে ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের এমপি আরও বলেন, ঝড়ের মধ্যে, অন্ধকার ও দুর্যোগের মধ্যে এগিয়ে চলার নাম বাংলাদেশ আওয়ামীলীগ। দুর্যোগের মধ্যে সংগ্রাম করে উপস্থিত হয়ে আমার নেতাকর্মীরা প্রমান করে আওয়ামীলীগকে সংগ্রামের সারিতে নিয়েছে । গণতন্ত্র, বাংলাদেশ ও স্বাধীনতাকে বাঁচাতে হলে আওয়ামীলীগকে বাঁচাতে হবে।

অপরদিকে বিশেষ অতিথি বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছিলেন, ফেনী এখন আওয়ামীলীগের ঘাঁটি। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই এত বিশাল জন সমুদ্র এটাই প্রমাণ করে।ফেনী জেলা আওয়ামীলীগের সম্মেলনের চিত্রটা ছিলো এমনই।

এসময় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উপস্থিত ছিলেন।

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পরিচালনায় ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে সম্মেলনে ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরীসহ বিভিন্ন জেলা কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!