দাগনভূঞা প্রতিনিধি-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দাগনভূঞা শাখার আয়োজনে উপজেলার রামনগর কেএমসি (র:) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ভূঁঞার স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।ফোরামের সভাপতি সিরাজ উদ্দিন দুলালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ইমাম রাসেল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হক রবি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ, মরহুমের বড় ছেলে সাংবাদিক এম শরীফ ভূঁঞা। ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহিরুল আলম, উপ-সহকারী কৃষি অফিসার আবদুল্যাহ আল মারুফ, ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এমএম রহমান সোহেল, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক কাজী ইফতেখার, টাইমস্ অব ফেনী সম্পাদক এ কে আজাদ প্রমুখ। শেষে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দাগনভূঞা বড় মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল।
প্রসঙ্গত; প্রধান শিক্ষক মো: ফারুক ভূঁঞা ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।