ফেনী
রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩১
, ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
জমি বিরোধ নিয়ে অপপ্রচারের শিকার ব্যবসায়ী শাহ আলম,স্থানীয়দের ক্ষোভ সরকারি চাকুরীজীবিদের ঈদুল আজহার ছুটি ৫-১৪ জুন ব্যবসায়ীকে ফেনীর সেই যুবকের প্রাণনাশের হুমকি, থানায় জিডি ফেনীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশ কোয়ার্টারে ভবন নির্মাণ’র অভিযোগ” প্রকাশিত সংবাদের প্রতিবাদ এবার ফেনী সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন ফেনীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন টানা বর্ষণে ফেনীতে রেকর্ড বৃষ্টিপাত, কয়েকটি গ্রাম প্লাবিত ফেনীতে এনসিপির ব্যাপক জনসংযোগ ফাজিলপুরে ইয়ুথ এইড সোসাইটির বিনামূল্যে স্বাস্থ্যসেবা-কুইজ প্রতিযোগিতা প্রতিকূলতা থেকে সাফল্যের শিখরে: শাহাদাত হোসেন খোকনের জীবন সংগ্রাম

ফুলগাজীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দুই শিক্ষক বহিস্কার

 

ফুলগাজী প্রতিনিধি-ফেনীর ফুলগাজীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার হলে শিক্ষার্থীদের উত্তরপত্র বলে দেয়ার অপরাধে দুজন শিক্ষককে বহিস্কারসহ সকল কার্যক্রম থেকে অব্যহতি দিয়েছে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা।

জানা যায়, রবিবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে। এ সময় ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা পরীক্ষার হল পরিদর্শনে যান। তিনি পরীক্ষার হলে প্রবেশ করে দেখেন হল পরিদর্শক ও দক্ষিন বরইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ কুমার পাল ও ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঙ্গীতা রাণি নাথ পরীক্ষার হলের পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছে। এ সময় তিনি পরীক্ষার্থীদের উত্তর বলে দেয়ার অপরাধে দুজন শিক্ষককে বহিস্কারসহ সকল কার্যক্রম থেকে অব্যহতি দেন।

ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা জানান, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার হল পরিদর্শনে গেলে পরীক্ষার হল পরিদর্শক দুজন শিক্ষক পরীক্ষার্থীদের উত্তর বলে দিচ্ছে। এ অপরাধে দুজন শিক্ষককে বহিস্কারসহ সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!