শহর প্রতিনিধি- ফেনী শহরের পিটিআই মাঠে মঙ্গলবার এসএমই পন্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন এ কে এম হাবীব উল্লাহ।
জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী করের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতির ফেনী জেলা সভাপতি আরিফ ইফতেখার রিপন, বিসিক ফেনীর এজিএম অরবিন্দ দাস, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি আয়নুল কবির শামীম প্রমুখ। মেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা হয়েছে।