শহর প্রতিনিধি- ফেনীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পিটিআই স্কুল মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগীতায় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের ৫৬টি স্টল স্থান পেয়েছে মেলায় ।অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিকেএম এনামুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. খালেদ কামাল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, জেলা মৎস কর্মকর্তা মনিরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
এতে জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সমুহকে প্রযুক্তি নির্ভর সেবা প্রদানে উৎসাহিত করা এবং জনগণের দোরগোড়ায় সহজলভ্যভাবে ও দ্রুততম সময়ে নাগরিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরো জানান, মেলার পাশাপাশি ০৩ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের নিয়ে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৪ মার্চ রোববার সকালে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ‘আমার চোখে ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও মেলায় প্রতিদিন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামান্য চিত্র প্রদর্শনের আয়োজন থাকবে।