শহর প্রতিনিধি-শনিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে শিক্ষার গুনগত মানোন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কুল প্রদীপ চাকমা,সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন,সময় টিভির ফেনী ব্যুরো অফিস প্রধান বখতেয়ার মুন্না,চ্যানেল টুয়েন্টিফোরের ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন,ভোরের কাগজের ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন,ফেনী সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার কামাল আহসান চৌধুরী,রামপুর নাসির মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান,ফেনী সিটি কলেজের সভাপতি জিয়াউর রহমান,ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান,আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ ফারুক আহম্মদ, ফেনী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম,শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক একরামুল হক ভুইয়া,ছনুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি করিম উল্লাহ বিকম,বালিগাও উচ্চ বিদ্যালয়ের সভাপতি শুসেন চন্দ্র শীল প্রমুখ।
সভায় সদর উপজেলার ১৩ টি কলেজ,৬২ টি মাধ্যমিক স্কুল ও ২৪ টি মাদ্রাসার প্রধানসহ পরিচালনা কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন। তবে যে সকল সভাপতিরা সভায় অনুপস্থিত ছিলেন তাদের ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সদর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন জেলা প্রশাসক।