ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৪৪
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দায়িত্বের যথাযথ মর্যাদা রক্ষায় মাঠে ময়দানে কাজ করে যেতে হবে-নিজাম হাজারী এমপি

ফেনী সদর উপজেলা আ.লীগের বর্ধিত সভা

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, সঠিকভাবে যাচাই-বাছাই করে ও নিরপক্ষভাবে তৃণমূলে যাদেরকে নির্বাচিত করা হয়েছে তারা সংগঠনের মূল শক্তি। তৃণমূলকে শক্তিশালী করতে হলে এদের কোন বিকল্প নেই। তাই এ গুরু দায়িত্বের যথাযথ মর্যাদা রক্ষা করতে ঘরে বসে না থেকে মাঠে ময়দানে গিয়ে কাজ করে যেতে হবে। তাহলে সফলতা আসবে। ইউনিয়ন ও সভাপতি-সম্পাদকরাও তৃণমূলের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। অন্যথায় দায়িত্ব থেকে অপসারণ করতে জেলা আওয়ামীলীগ বাধ্য হবে। এছাড়া সাধারণ মানুষের সুখ দু:খে অংশ নিয়ে তাদের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি। গতকাল দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ২০২০ ‘মুজিব বর্ষ’ উদ্যাপনের লক্ষ্যে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী এসব কথা বলেছেন। এছাড়া মুজিব বর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি সম্পর্কে ও তৃণমূলে দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নিজাম উদ্দিন হাজারী এমপি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্লাহ বিকমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকরামুজ্জমান। বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী পৌর আওয়ামীলীগের সভাপতি আইনুল কবির শামীম, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মজুমদার, ফাজিলপুর ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপন, পাঁচগাছিয়া ইউনিয়ন সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহবুবুল হক লিটন, বালিগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ ও শর্শদি ইউনিয়ন সভাপতি আবুল হাশেম।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!