ফেনী
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৭
, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা উপজেলা-পৌর কমিটিকে স্বাগত জানিয়ে চরদরবেশ ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল নিজ দলীয় ত্যাগী-নির্যাতিত কর্মীর পাশে থাকায় ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা আহবায়ক কমিটি দিয়ে ৫ বছর পার ফেনীর বিএনপির ফাজিলপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালিত ঢাকাস্থ ফাজিলপুর যুব কল্যাণের জিপিএ ৫ সংবর্ধনা আ.লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা তা জনগণই ঠিক করবে-ফখরুল

বাঁচতে চায় মেধাবী ছাত্র বাবর

 

কথা  ডেস্ক :
জহির উদ্দিন মুহাম্মদ বাবর একটি স্বপ্ন একটি প্রেরণার নাম। গ্রিন ইউনিভার্সিটিপতে পড়াকালীন একদল উদ্যোমী ছেলে-মেয়ে নিয়ে প্রতিষ্ঠা করেছেন ‘স্কুল অব লাইফ’। পড়াশুনা শেষ করে এক বুক স্বপ্ন নিয়ে রাজধানীর মিরপুর একটি বেসরকারী টেকনিক্যাল কলেজে শিক্ষকতা শুরু করেন এই দুরন্ত যুবক কিন্তু কর্মজীবন শুরু করতেই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে মেধাবী যুবক বাবরের প্রাণ। দুরারোগ্য এমএনডি রোগে এখন তিনি আক্রান্ত। বাংলাদেশসহ বিশ্বব্যাপি এ রোগে আক্রান্ত মানুষ হাতেগোনা কয়েকজন।
বাবরের পিতা মোহাম্মদ হোসেন আহাম্মদ গত ২০১৫ সালে ইন্তেকাল করেন। তিনি ১৯৮৪ থেকে ২০১২ সাল পর্যন্ত খাগড়াছড়ির রামগড়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত ছিলেন। বাবর ২০০৮ সালে রামগড় গণিয়াতুল উলম মডেল মাদরাসা থেকে দাখিল পাশ করেন। জোরারগঞ্জ টেক্সটাইল থেকে ২০১২ সালে ডিপ্লোমা শেষ করে গ্রিণ ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে বিএসসি শেষ করে ঢাকার একটি বেসরকারী টেকনিক্যাল কলেজে শিক্ষকতায় যোগদান করেন। বাবরের জন্ম রামগড়েই। তিন ভাই এক বোনের মধ্যে বাবর সবার ছোট। বড় দুই ভাই রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় ও বোন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বাবরের বর্তমান বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার ওলামা বাজারে।


চিকিৎসকরা জানান, এই রোগে মানুষের শরীরের সেলগুলো ধীরে ধীরে মরে গিয়ে রোগী শয্যাশায়ী হয়ে পড়ে এবং কয়েক বছরের মধ্যে মারা যায়। এখনো এই রোগের প্রতিষেধক আবিস্কার না হলেও প্রাথমিক পর্যায়ে এক ধরনের থেরাপি রয়েছে। যা করলে রোগীর মরতে বসা সেলগুলো বাঁচিয়ে রাখা সম্ভব। এ থেরাপি ভারতে ও চীন দেওয়া যাবে। তবে ভারতের চেয়ে চীনে থেরাপি দিতে প্রয়োজন ১৫ লাখ টাকা। সদ্য পড়ালেখা শেষ করা পিতহারা বাবরের পক্ষে সম্ভব হচ্ছেনা। বাবরের চিকিৎসায় তার সহপাঠী ও রামগড়ের কিছু উদ্যোমি যুবক তহবিল সংগ্রহ করছেন। বাবরের চিকিৎসার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ হাত বাড়িয়েছেন। আপনিও এগিয়ে আসুন।

সহায়তা পাঠানোর ঠিকানা: ব্যাংক একাউন্ট- ৫৪২২১০০০০৭২৩৬ (সঞ্চয়ী হিসাব) মোহাম্মদ রায়হান, সোনালী ব্যাংক, রামগড় শাখা, খাগড়াছড়ি। বিকাশ- ০১৮২৩২৫৬৩৮৪ (পার্সোনাল), রকেট- ০১৮২৩২৫৬৩৮৪৫।

ট্যাগ :

আরও পড়ুন


Logo