আন্তর্জাতিক ডেস্ক-ভারতের নতুন রাজ্য তেলঙ্গানায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র। এ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রায় গত ২৩ অক্টোবর এক সেমিনারে আগামী তিন সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু নির্দেশ দিয়েছেন।
কেন্দ্রটি নির্মাণ হওয়ার পর সেখানে ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে।
এছাড়াও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রায় এ শহরে অন্যান্য ধর্মের অনুসারীদের তুলনায় মুসলমানদের জীবনযাত্রার কথা বিবেচনা করে উক্ত প্রদেশে বসবাসরত মুসলমানদের জন্য বিশেষ ঋণ প্রদানের ব্যবস্থা করেছেন।
তেলঙ্গানা রাজ্যের সাড়ে ৪ কোটি জনগণের মধ্যে ১২.৫ শতাংশ অধিবাসী মুসলমান। তেলঙ্গানা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের ২০১৭ সালের প্রতিবেদন অনুযায়ী তেলঙ্গানায় বসবাসরত অর্ধেক মুসলমানই হায়দ্রাবাদে বসবাস করছে।
জরিপ অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যার মধ্যে ১৮ কোটি নাগরিকেই মুসলিম। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারতে তৃতীয় সংখ্যাগরিষ্ট মুসলমানের বসবাস।