কথা ডেস্ক -ফেনী জেলা ছাত্রলীগের আওতাধীন সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এর আগে ৫ জুন জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিনের বিরুদ্বে সংগঠন বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করে।একই অভিযোগে পরে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকেও রবিনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়।