আন্তর্জাতিক ডেস্ক-রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতা হৃদয়বিদারক মন্তব্য করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, রোহিঙ্গা সংকটের সব দায় মিয়ানমার সেনাবাহিনীকেই নিতে হবে। সোমবার লন্ডনের গিল্ডহলে শীর্ষ ব্যবসায়ীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তার দেয়া বক্তব্যে তেরেসা মে বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে যুক্তরাজ্য নেতৃস্থানীয় ভূমিকা পালন অব্যাহত রাখবে।
এ সময় উত্তর কোরিয়া সংকট মোকাবেলায় এশীয় দেশগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তেরেসা মে।