সোনাগাজী প্রতিনিধি-সোনাগাজীর উপকূলীয় এলাকায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার চরচান্দিয়া,সদর ইউনিয়নে টানা বর্ষনে ও ঝড়ে বিধ্বস্ত হয়েছে ৫ শতাধিক বসতবাড়ি ও দোকানপাট। শনিবার সকাল থেকে ভারী বর্ষণে পানি উন্নয়ন বোর্ডের আউটার বেড়িবাধের দুইটি স্থানে ভেঙে সমুদ্রের লোনা পানি প্রবেশ করেছে লোকালয়ে। এতে ক্ষতি হয়েছে ঘরবাড়ি, দোকানপাট , ফসলি জমি ও পুকুরের মাছের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান জানান, শনিবার দুপুর থেকে শুরু হওয়া দমকা হাওয়া ও ঝড়ে উপজেলার সোনাগাজী সদর ইউনিয়ন, চর চান্দিয়া ইউনিয়ন ও আমিরাবাদের একাংশে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।এসব এলাকায় প্রায় ৫ শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে স¤পূর্ণ ক্ষতি হয়েছে সাড়ে ৩৫০টি ও আংশিক ক্ষতি হয়েছে ২৫০ টির ঘরবাড়ির।
সোনাগাজী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক ৫শ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।