সোনাগাজী প্রতিনিধি-সোনাগাজীতে বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের ঘটনায় আবদুল্লাহ মানিক (৩২) নামের এক যুবককে সোমবার সকালে উপজেলার চরদরবেশ ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ের করার কথা বলে গত তিন বছর আগে আদর্শ গ্রামের আবদুল্লাহ মানিকের যুবক প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বখাটে যুবক সুযোগ পেয়ে ওই নারীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। গত কয়েক মাস যাবত নারী তাকে বিয়ে করার জন্য আবদুল্লাহ মানিককে চাপ দিতে থাকে। সে (মানিক) পরিবারের লোকদের সাথে কথা বলা দোহায় দিয়ে কালক্ষেপন করে।
গত বৃহস্পতিবার সকালে ওই নারী নিজ বাড়ি থেকে সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামে দাদার বাড়িতে বেড়াতে যায়। এ সময় পথে আবদুল্লাহ মানিকের সঙ্গে তার দেখা হয়। তখন বখাটে যুবক তাকে সামনে এগিয়ে দেয়ার কথা বলে দাদার বাড়িতে চলে যায়। বাড়ির লোকজন জিজ্ঞাসা করলে আবদুল্লাহ মানিক নিজেকে বাঁচানোর জন্য টাকা পাওয়ার (অজুহাত) কথা বলে জানায়। এসময় আবদুল্লাহ মানিক ওই নারীর দাদার ঘরে অবস্থান করে। দুপুরে ঘরের লোকজন গোসল করতে পুকুরে গেলে ঘরের ভেতরে ওই নারীকে একা পেয়ে বখাটে যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। নারী বিয়ে করা ছাড়া তার সাথে কথা বলবেনা বলে যুবকটি চলে যেতে বলে। যুবকটি আবারও তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। এতে সে রাজি না হওয়ায় তাঁর মুখ চেপে ধরে ঘরের অন্য একটি কক্ষে নিয়ে জোর পূর্বক তাকে ধর্ষণ করে। এসময় সে চিৎকার দিলে আবদুল্লাহ মানিক দ্রুত ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ঘরে আসলে নারী তাদের কাছে ঘটনাটি জানায়। পরে ওই নারীর দাদা স্থানীয় সমাজের পঞ্চায়েত কমিটির লোকদেরকে ঘটনা সম্পর্কে অবহিত করে বিচার প্রার্থনা করেন। সমাজের লোকজন ঘটনা শুনে ওই নারীকে থানায় গিয়ে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে রবিবার রাতে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।