ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৭
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

হত্যাকারীদের শাস্তির দাবি মানবাধিকার কাউন্সিল ছাত্র ইউনিটের

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) ফেনী জেলা ছাত্র ইউনিট। শুক্রবার গণমাধ্যমে প্রেরিত সংগঠনটির দফতর সম্পাদক সজীব দেবনাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান মানবাধিকার কাউন্সিল ফেনী জেলা ছাত্র ইউনিটের সভাপতি মাঈন উদ্দিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন রুবেল। এ সময় তারা আরো বলেন, নুসরাত জাহান রাফীকে পরিকল্পিতভাবে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান ও নুসরাতের শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!