ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৬
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান মনোনয়ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের ভোটে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ার ঘোষনা দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। গতকাল দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ২০২০ ‘মুজিব বর্ষ’ উদ্যাপনের লক্ষ্যে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। এ সময় তিনি নিজাম হাজারী বলেছেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের সাথে আলোচনা করে তৃণমূলের ভোটে চেয়ারম্যান পদে মনোনয়ন দিবো। কথা দিচ্ছি, কোন তদবির কাজে আসবে না। এখন থেকে দেড় বছর পর্যন্ত সময় আছে। যারা ইউপি চেয়ারম্যান হতে চান তাদেরকে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের সাথে সম্পর্ক বজায় রেখে আস্থা অর্জন করতে হবে। তাই এখন থেকে স¤পর্ক বজায় রেখে দলীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় করে কাজ করে যেতে তিনি আহবান জানিয়েছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!