দাগনভূঞায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নায়ন অভীষ্ঠ বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, জেলা প্রশাসনের সহকারি কমিশনার আবদুল্লাহ আল মামুন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন প্রমুখ। কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, বিভাগীয় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ ৮০ জন উপস্থিত ছিলেন।