দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায়কে ঘুষ প্রদান করায় আবু নাছের নামের এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সূত্র জানায়, দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায়কে বুধবার বিকালে ঘুষ প্রদান করতে আসে দাগনভূঞা বাজারের নেয়াজ এন্ড সন্সের স্বত্ত্বাধিকারী আবু নাছের। এসময় ভ্রাম্যমান আদালত বিষয়ে ১৮৬০ দন্ডবিধির ১৩১ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়। নাছের পৌরসভার শ্রীধরপুর গ্রামের নেয়াজ মেম্বারের বাড়ীর নেয়াজ মেম্বারের ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক সুজন চন্দ্র রায় জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।