দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে মাষ্টার কামাল উদ্দিন ও সাধারন সম্পাদক পদে জয়নাল আবদিন মামুন পুনরায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে আতাতুর্ক হাই স্কুল মাঠে আয়োজিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ ঘোষনা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রিয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন।প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন।সঞ্চালনা করেন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন।
উক্ত কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক পদে মামুনুর রশীদ মিলন ও আলমগীর হোসেনের নাম ঘোষণা করা হয়। নব-নির্বাচিতদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়।