ফেনীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত অসহায় ৫শ পরিবারকে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক খাদ্য সহায়তা দিলেন সামাজিক সংগঠন মিতালী সংঘ।বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের দক্ষিন গোবিন্দপুর কলঘরে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আ’লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও মিতালী সংঘের সভাপতি মো: নূরের নবী ভূঞাঁ রাজুর সভাপতিত্বে ও নজরুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদ্জ্জুামান।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল, সমাজসেবা অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, মিতালী সংঘের উপদেষ্টা ও কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল ইসলাম দিদার,ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহম্মেদ মুন্সি । এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক ও মিতালী সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।