ফেনীতে প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করা হয়েছে।শনিবার রাতে শহরের পৌর লিবার্টি সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয়ে জেলা আ.লীগ আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ.লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
জেলা আ.লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত নারী সাংসদ ও জেলা মহিলা আ’লীগ সভাপতি জাহান আরা বেগম সুরমা, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, পিপি হাফেজ আহম্মদ, জিপি প্রিয়রঞ্জন দত্ত, দপ্তর সম্পাদক শহীদ উল্যাহ খোন্দকার, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বি.কম, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।