ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০৫
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে সহায়’র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মমতাজ মিয়ারহাট এলাকার প্রান্তিক জনপদের অসহায়-দরিদ্র মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। শনিবার দিনব্যাপী ধলিয়া ইউনিয়নের মমতাজ মিয়ার হাট এলাকার হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ ও কমিশনার জয়নাল আবেদিন ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগীতায় উক্ত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, সার্জারী, শিশু ও ডায়াবেটিস রোগের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক ২ হাজার ৮শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছেন।
চট্রগ্রাম বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের উপদেষ্টা সাংবাদিক বখতেয়ার মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম,পিপিএম, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আবদুর রহমান বি কম, ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ বিদান চন্দ্র সেন গুপ্ত, ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নেয়াতুজ্জামান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলা সাধারণ সম্পাদক ডাঃ বিমল চন্দ্র দাশ, প্রবিন সাংবাদিক ও ফেনী সেন্ট্রাল হাইস্কুলের পরিচালনা পর্ষদ সভাপতি নুরুল করিম মজুমদার, ধলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি। স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র উপদেষ্টা মাহিনুর জাহান লাবনী, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সহায়’র প্রধান সমন্য়ক মন্জিলা মিমি।
এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এস এস আর মাসুদ রানা, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রুবাইয়াত বিন করিম, স্ব্যস্থ্য শিক্ষা অফিসার সাইফ উদ্দিন মাহমুদ চৌধুরী, সিভিলসার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, জেলা স্ব্যস্থ্য তত্বাবধায়ক দিদারুল আলম ভূঁঞা

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!