ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
সংগঠনটির সভাপতি শাহিদ রেজা শিমুল সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ফেনী চেম্বারের পরিচালক আয়নুল কবির শামীমের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সাপ্তাহিক ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরু, ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, গোয়েন্দা পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী, ডিআইওয়ান শাহীনুজ্জামান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ সংগঠনটির সাবেক পরিচালক, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।