ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বি.কম ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলকে বরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের একটি চাইনীজ রেষ্টুরেন্টে সদর উপজেলার আওতাধীন ১২ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
শর্শদী ইউনিয়ন সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে ও পাঁচগাছিয়া ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক লিটনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জমান, আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
এসময় বক্তব্য রাখেন ফরহাদনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিপু,ফাজিলপুর ইউনিয়ন সভাপতি মজিবুল হক রিপন, কাজিরবাগ ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ, লেমুয়া ইউনিয়ন সভাপতি মোশারফ উদ্দিন নাসিম, ছনুয়া ইউনিয়ন সভাপতি জমির উদ্দিন ভূঞা, পাঁচগাছিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, কালিদহ ইউনিয়ন সাধারণ সম্পাদক দিদারুল আলম, শর্শদী ইউনিয়ন সাধারণ সম্পাদক সফিকুর রহমান পাটোয়ারি, ধর্মপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাকা, মোটবী ইউনিয়ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বালিগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আফসার আপন ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর মানিক প্রমুখ।