ফেনী জেলা আওয়ামীলীগকে আরো গতিশীল ও শক্তিশালী করার অংশ হিসেবে সদর উপজেলার বালিগাঁও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য নুরের নবী ভুইয়া রাজু,সদর উপজেলা যুগ্ম- সাধারণ সম্পাদক মীর হোসেন দুলাল,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার,বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শহীদুল ইসলাম,যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু।
সম্মেলনে নিজাম উদ্দিন হাজারী এমপি ও শুসেন চন্দ্র শীলের প্রতি আস্থা রেখে কেউ সভাপতি- সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা দেননি।উক্ত পদে নিজাম হাজারী ও শুসেন শীল যাদেরকে নির্বাচিত করা ভালো মনে করবে তাদেরকে সাদরে গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।