দাগনভুইয়া প্রতিনিধি:ফেনীর দাগনভুইয়ায় দুই ব্রাজিল সমর্থককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।আহতদের মধ্যে রায়হানকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।কাঠের পিটুনিতে সে গুরুত্বর আহত হয়।অপর আহত রিয়াজকে দাগনভূঞা হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার রাতে পৌরসভার নুরারটেক অভিরামপুর রাস্তার মাথায় খেলা দেখার সময় উত্তেজনায় বাঁশি বাজানোকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে বলে সুত্র জানায়।
রায়হান বারিক মুন্সি বাড়ির আবুল কাশেমের ছেলে।আর রিয়াজ ডারিয়া সর্দার বাড়ির আবদুর রবের ছেলে।