ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০৫
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রোটারী ক্লাব ফেনী সিটির অভিষেক অনুষ্ঠিত

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব অব ফেনী সিটির তৃতীয় অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন আরআই জেলা ৩২৮২ বাংলাদেশের গর্ভনর রোটারিয়ান দিলনাশিন মহসিন, গভর্নর নমিনী ড. বেলাল উদ্দিন আহমেদ ও আবু ফয়েজ খান।
রোটারী ক্লাব অব ফেনী সিটির সভাপতি মনোয়ার হোসেন সেন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারী আবু নাছিরের সঞ্চালনায় এ সময় প্রবীন সাংবাদিক নুরুল করিম মজুমদার, ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওছমান হারুন মাহমুদ ুলাল, ফেনী প্রেসক্লাব একাংশের সভাপতি আসাুজ্জামান ারা, সাধারণ সম্পাক মাইনুল রাসেল, ফেনী প্রেসক্লাব একাংশের সভাপতি সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনএন জিবন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি এনামুল হক পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো: মাঈন উদ্দিন, রোটারী পদ্মা জোনের কো-অর্ডিনেটর পিপি জালাল উদ্দিন বাবলু, রোটারী ক্লাব অব ফেনী সিটির আইপিপি ইঞ্জিনিয়ার জানে আলম ভ‚ইয়া পারভেজ, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার সভাপতি শহীদ পাটোয়ারী, চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারীসহ রোটারী ও রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!