স্বেচ্ছাসেবী সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে শহরের একটি রেস্টুরেন্টে ক্লাব সম্মেলন ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবটির ২০১৯-২০২০ সনের কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি পদে সজিব মজুমদার ও সেক্রেটারী রিয়াজ উদ্দিন নির্বাচিত হন।রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার সভাপতি জামাল উদ্দিন সাবিদ সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ছিলেন রোঃ সি পি রোঃ তাহমিনা ফেরদৌস লাবনী।
এ সময় রোটারী ক্লাব অব ফেনী অপরূপার প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান মো: আবুল কাসেম ও সেক্রেটারী ইলেক্ট রোটারিয়ান মাহিউদ্দিন ভুঁইয়া, রোঃ পিপি শরিফুল ইসলাম অপু, ডিস্ট্রিক কো- অর্ডিনেটর রোঃ সি.পি আরাফাত উল মিল্লাত দিপুল, জোনাল রিপ্রেজেনটেটিভ রোঃ পিপি এস আলম ভূঞা অপু, রিজোনাল সেক্রেটারি রোঃ পিপি নাজিমুদ্দিন জিকু, জয়েন্ট সেক্রেটারি রোঃ পিপি জিয়া উদ্দিন, রোঃ ক্লাব অব ফেনী গভঃ কলেজের সভাপতি রোঃ ওসমাম গনী রাসেল, রোঃ ক্লাব অব ফেনী সিটির সভাপতি ইলেক্ট মাঈন উদ্দিন পাটোয়ারীসহ রোটার্যক্টবৃন্দ উপস্থিত ছিলেন।