কোভিড-১৯ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের বহনের জন্য রোটারী বাংলাদেশ ৩২৮২ এর পক্ষ থেকে ফেনীতে একটি এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।রোববার সংগঠনটির ডিস্ট্রিক গভর্নর এম আতাউর রহমান পীর ফেনী সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমানের নিকট এ চাবি হস্তান্তর করেন। এ সময় গরীব অসহায়দের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ৮শ মাস্ক প্রদান করা হয়।
অনুষ্ঠানে রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, রোটারী এসিস্ট্যান্ট গভর্নর মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া, সাইদুল মিল্লাত মুক্তা, ফজলুল হক বাবলু, ডেপুটি গভর্নর একেএম সাইফুল ইসলাম, রোটারী ফেনী সিটি ক্লাবে প্রেসিডেন্ট ইলেক্ট ও সাপ্তাহিক ফেনীর প্রয়াস সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, রোটারী ক্লাব অপরূপার প্রেসিডেন্ট ইলেক্ট মুহাম্মদ আবুল কাসেম উপস্থিত ছিলেন।



