ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৭
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনী লিও ক্লাবের নির্বাচনে সভাপতি আরমান ও সম্পাদক রাহাত

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের লায়ন জেলা ৩১৫ বি ২ এর অন্তর্গত লায়ন্স ক্লাব অব ফেনীর যুব সংগঠন ফেনী লিও ক্লাবের ২০১৯-২০ লিও বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।সোমবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান সভাপতি লিও মীর হোসেন মাসুদের সভাপতিত্বে প্রাক্তন এডভাইজর ও সভাপতি সম্মাননা এবং নিউ ক্যাবিনেট রিসিপশন অনুষ্ঠানে নতুন ক্যাবিনেট ঘোষণা করেন লিও এডভাইজর লায়ন রুহুল আমিন ভূঁঞা। আগামী ১ বছরের জন্য উক্ত ক্যাবিনেটের সভাপতি হিসেবে লিও সৈয়দ আশ্রাফুল হক অরমান ও সম্পাদক লিও সাইদ ইবনে হারুণ রাহাত নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি ১ হিসেবে লিও মোহাম্মদ ওয়াছিম, সহ-সভাপতি ২ হিসেবে লিও মুরাদ হাসনাত রাফি, সহ-সভাপতি ৩ হিসেবে লিও তারেক ভূঁঞা ও ট্রেজারার হিসেবে লিও মোঃ হারুণ নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ২ এর জেলা গভর্ণর লায়ন আশফাকুর রহমান এমজেএফ।বিশেষ অতিথি ছিলেন লায়ন জেলার সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কাজী সাইফুল ইসলাম পিএমজেএফ।এসময়  জেলা গভর্ণর (ডেসিগনেট) লায়ন মোঃ মোবারক হোসেন এমজেএফ, হেডকোয়ার্টার লায়ন এটিএম নজরুল ইসলাম,রিজিয়ন চেয়ারপার্সন লায়ন রুহুল আমিন ভূঁঞা, লায়ন আনোয়ার হোসেন ভূঁঞা, লায়ন্স ক্লাব অব ফেনীর সভাপতি লায়ন মোজাম্মেল হক বাবুল, লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর সভাপতি লায়ন মহিউদ্দিন মাহি, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও আশিকুল ইসলাম রাজিব, ভাইস প্রেসিডেন্ট লিও মোঃ ইমরান হোসাইনসহ লায়ন্স ও লিও  ক্লাবের প্রাক্তন সভাপতি এবং সসস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্ণর (ডেসিগনেট) ও ফেনী লিও ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলের মালা পরিয়ে গ্র্যান্ড রিপিশন দেয়া হয় এবং প্রাক্তন সভাপতিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!