ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০০
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সালাম নগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

দাগনভূঞা প্রতিনিধি- ফেনীর দাগনভূঞার সালাম নগরে ভাষা আন্দোলনে শহীদ আবদুস সালামের বাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।

অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনারে সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরপরই বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। তার পরেই শহীদ সালাম প্রাথমিক বিদ্যালয়ের ভবনের সম্প্রসারন কক্ষ উদ্বোধন করা হয়।

বুধবার সকালে জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামছুল হুদা।

28313159_401120497013964_626867510_n

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুল আলম মজুমদার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!