আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার পৌরসভা চত্বরে আনন্দ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা হাজী আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীমের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, পৌর কাউন্সিলর আমির হোসেন বাহার, মো. মানিক, সাইফুর রহমান, লুৎফুর রহমান খোকন হাজারী, মো. কোহিনুর আলম, মো. মজিবুর রহমান ভূঞা, জয়নাল আবদীন লিটন, মো. আতিক উল্যাহ, বাহার উদ্দিন বাহার, মো. মফিজ উল্যাহ, সিরাজুল ইসলাম পাটোয়ারী, মাহতাব উদ্দিন মুন্না, গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, হারুন অর রশিদ মজুমদার, মনির আহমদ, মো. আবু ইউছুপ ভূঞা, পৌর শ্রমিক লীগের সভাপতি শিমুল তালুকদার, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল বশর, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার শেলি, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভি প্রমুখ। শেষে প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক ও পৌর কাউন্সিলরের হাতে সম্মেলনস্থলে পরে আসার জন্য নেতাকর্মীদের জন্য লাল রংয়ের ক্যাপ তুলে দেন অতিথিবৃন্দ।



