একুশে আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার আতাতুর্ক স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা যুবলীগ সভাপতি ও ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ্ উদ্দিন ফিরোজ, সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সাবেক সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু। উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আরিফুল হক অপুর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে পৌর ছাত্রলীগ সভাপতি শামছুদ্দিন মামুন, ইকবাল কলেজ সভাপতি আল রাশেদ ভূঞা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক আশ্রাফুজ্জামান বক্তব্য রাখেন।