আন্তর্জাতিক স্বে”ছাসেবী সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির উদ্যোগে অসহায় স্কুল শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী বাংলাদেশ ৩২৮২ এর গভর্ণর প্রিন্সিপাল এইড জালাল উদ্দিন বাবলু।
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির সভাপতি মাঈন উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রোটার্যাক্ট এডিআরআর আবুল হাসনাত রনি, ডিস্ট্রিক সেক্রেটারী আরাফাতুল মিল্লাত দিপুল। এ সময় রোটার্যাক্ট আরআর নাজমুউদ্দিন জিকু, ডিস্ট্রিক চীফ এডমিনিস্ট্রেশন সাইফ উদ্দিন রাশেদসহ রোটার্যাক্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।