ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৮
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফাজিলপুরে ইয়ুথ এইড সোসাইটির বিনামূল্যে স্বাস্থ্যসেবা-কুইজ প্রতিযোগিতা

“স্বপ্ন দেখি তারুণ্য” এই স্লোগানকে সামনে রেখে ইয়ুথ এইড সোসাইটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় ইয়ুথ এইড সোসাইটির প্রতিষ্ঠাতা কাজী আরমান, ভারপ্রাপ্ত সমন্বয়ক তারিকুল ইসলাম রাফি ও সহ-সমন্বয়ক জিহাদ মজুমদারসহ পূর্ব ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইয়ুথ এইড সোসাইটির তত্ত্বাবধানে প্রায় ২ শ জনের বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয় এবং শিক্ষক-শিক্ষিকাদের ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।


শিক্ষার্থীদের মেধা বিকাশেও বিশেষ গুরুত্বারোপ করা হয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় এবং বাকি সকল অংশগ্রহণকারীকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও বিদ্যালয়ের একজন মেধাবী পঞ্চম শ্রেণীর ছাত্রীকে একটি ‘একসেপ্ট গাইড’ প্রদান করা হয়।

এমন শিক্ষামূলক এবং জনহিতকর আয়োজনের জন্য ইয়ুথ এইড সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পূর্ব ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!