ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:২৪
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

‘গুম বন্ধ করো, নিখোঁজদের ফিরিয়ে দাও’

ফেনীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে আয়োজিত কর্মসূচিতে মানবাধিকারকর্মী, গুমের শিকার ব্যক্তিদের স্বজন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।তাদের একটাই দাবি ছিল’গুম বন্ধ করো’ ও ‘নিখোঁজদের ফিরে দাও’।

এসময় আইডিয়াল সোশ্যাল ডেভেলপমেন্ট টিম (ISDT)-এর প্রধান পৃষ্ঠপোষক ও মানবাধিকারকর্মী আবদুল্লাহ মুহাম্মদ তারেক গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের একটি ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করে বলেন,আমাদের সকলেরই দাবি, গুম বন্ধ হোক এবং নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যাক।

মানবাধিকারকর্মী তারেক আরও বলেন,ISDT মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং তারা নিপীড়িত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট ও বেদনাকে সমর্থন দিয়ে আসছে।এই প্রতিবাদ কর্মসূচি “স্টপ দ্য র‍্যাব: বাংলাদেশে গুম বন্ধ করো” শীর্ষক বৃহত্তর আন্তর্জাতিক প্রতিবাদের একটি অংশ। এর লক্ষ্য আন্তর্জাতিক মহলকে বাংলাদেশে চলমান গুম-নির্যাতনের বিষয়ে সচেতন করা এবং একটি শক্তিশালী বার্তা দেওয়া যে, এসব অপরাধ বন্ধ না হলে আন্দোলনকারীরা চুপ থাকবে না।

অনুষ্ঠানে গুমের শিকার যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম বলেন, “নয় বছর ধরে আমার ছেলের কোনো খোঁজ পাইনি।আমাদের পরিবার আজও শোকের মধ্যে দিন অতিবাহিত করছে, আমরা শুধু জানতে চাই তার ঠিকানা।

পরে ফেনীর মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও ‘মায়ের ডাক’-এর নেতৃত্ববৃন্দও এ কর্মসূচিতে বক্তব্য রাখেন। তারা গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় নিপীড়নের চরম রূপ হিসেবে উল্লেখ করেন এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানান। বক্তারা বলেন, “গুম একটি মানবতাবিরোধী অপরাধ। এটি রাষ্ট্রের হাতিয়ার হয়ে জনগণের ওপর ভয়-আতঙ্ক সৃষ্টি করছে।
সরকারের প্রতি কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়ে স্বজনরা নিখোঁজ ব্যক্তিদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনার দাবি জানান এবং এ বিষয়ে সরকারের কাছে জোরালো ও কার্যকর ভূমিকা পালনের অনুরোধ করেন।

কর্মসূচিতে ফেনীসহ বিভিন্ন এলাকার মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!