ফেনী
বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৯
, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দাগনভূঁঞায় ছাত্রশিবিরের সিরাতুন্নবী কুইজ প্রতিযোগিতা পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

রাসুল স: এর আদর্শ ছাড়া কোন নেতার আদর্শ দিয়ে সুনাগরিক গড়ে তোলা সম্ভব নয়-ডা: মানিক

ইসলামী ছাত্রশিবির দাগনভূঁঞা উপজেলার উদ্যোগে সিরাতুন্নবী স: কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি , ফেনী-৩((দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন,বিশ্ব নবী মোহাম্মদ স: শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না। তিনি ছিলেন সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহা মানব। সকল ধর্ম মতের জন্য অনুকরনীয়, অনুসরনীয় আদর্শ।আল্লাহ সোবানাহু তায়লা রাসুল স: কে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। তিনি ছিলেন নারী,পুরুষ, যুবক ,তরুন,ছাত্র,শ্রমিক,পেশাজীবি সকলের জন্য আদর্শ। আমাদের প্রিয় জন্মভূমিকে কল্যানময় এবং নিরাপদ করার জন্য দরকার সুনাগরিক। আজকের ছাত্ররা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে। ছাত্রদের মধ্য থেকে গড়ে উঠবে আগামীর কান্ডারী। সুতারাং ছাত্র-ছাত্র-ছাত্রীদের একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি নৈতিক মূল্যবোধ তৈরির জন্য রাসুল স: এর আদর্শের শিক্ষার বিকল্প নেই। রাসুল স: এর আদর্শ ছাড়া কোন নেতার আদর্শের মাধ্যমে গড়ে তোলা সময় সম্ভব নয়। তাই আসুন আমাদের আগামী প্রজন্মকে রাসুল স: আদর্শে গড়ে তোলার চেষ্টা করি।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক,বিশেষ মেহমানের বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী ইমাম হোসেন আরমান , উপজেলা জামায়াতের আমীর মাও গাজী সালেহ উদ্দিন , জেলা সাহিত্য সম্পাদক আসিফ,সাবেক প্যানেল মেয়র নজির আহম্মদ, দাগনভূঁঞা মডেল শাখার সাবেক সভাপতি মাও ওয়ালী উল্লাহ , দাগনভূঁঞা দক্ষিন শাখার সভাপতি জাহিদুল ইসলাম, দাগনভূঁঞা মডেল শাখার সভাপতি আবু ওসামা, সিলোনীয়া মডেল শাখার সভাপতি তানভীর মিশকাত,দাগনভূঁঞা উত্তর শাখার সভাপতি মাঈনুদ্দিন ,কানাডা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক সানা উল্লাহ সোহেল সহ নেতৃবৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!